ফিল্ডিংয়ে পেশোয়ার, খেলছেন না তামিম ইকবাল

ক্রীড়া ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরের ফাইনালের আগেইতৃতীয়বারের মতো মাহমুদউল্লাহ রিয়াদেরকোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হয়েছে তামিম ইকবাল ও সাকিব আল হাসানদের পেশোয়ার জালমির। কিন্তু শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের সাথে থাকায় এই ম্যাচে খেলছেন না তিনজনের কেউ।

মঙ্গলবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পিএসএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সাকিব ও তামিমের দল পেশোয়ার জালমি’র অধিনায়ক ড্যারেন স্যামি। বাংলাদেশ সময় রাত ১০টায় ম্যাচটি শুরু হয়েছে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী স্যাটেলাইট টেলিভিশন লিমিটেড (জিটিভি)।

আজকের ম্যাচে যে জিতবে সেই ফাইনাল নিশ্চিত করবে। তবে যে হারবে তারও একটা সুযোগ থাকবে ফাইনালে ওঠার। কেননা, পিএসএল নিয়ম অনুযায়ী প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলটি খেলার সুযোগ পাবে তৃতীয় কোয়ালিফায়ারে। ওই ম্যাচে তারা মুখোমুখি হবে দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দলের সাথে। আর দ্বিতীয় কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলটির টুর্নামেন্ট থেকে বিদায় নিবে।

এদিকে লিগ পর্যায়েআগের দুইবারের দেখায় এগিয়ে পেশোয়ার জালমি। কেননা প্রথম ম্যাচ বৃষ্টি বাগড়ায় পন্ড হলেও দ্বিতীয় ম্যাচে আফ্রিদি ঝড়ে ২ উইকেটে ম্যাচ জিতে নেয় পেশোয়ার।বৃষ্টি বিঘ্নিত প্রথম ম্যাচে ব্যাট হাতে ৪৬ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় অপরাজিত ৬২ রান করেছিলেন তামিম ইকবাল। এরপর দ্বিতীয় ম্যাচে ব্যর্থ ছিল তিন টাইগার ক্রিকেটার। মাহমুদউল্লাহ রিয়াদ ২ বলে ০, তামিম ইকবাল ১৩ বলে ৭ ও সাকিব আল হাসান ১ বলে ১ রান করে রান আউটের শিকার হন।

তবে সেবার বল হাতে উজ্জ্বল ছিলেন সাকিব ও রিয়াদ। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ৪ ওভারে ১ মেডেনসহ ২৫ রান দিয়ে নেন ১টি উইকেট। বিপরীতে ম্যাচ বাঁচাতে না পারলেও কোয়েটার পক্ষে ৩.২ ওভারে ৩১ রান দিয়ে ৩টি উইকেট নিয়েছিলেন মাহমু্দউল্লাহ রিয়াদ।