ফিল্ডিংয়ে বাংলাদেশ টস জিতে

ক্রীড়া প্রতিবেদক : ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আজ বেলা ১২টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এরই মধ্যে টস সম্পন্ন হয়েছে।

টস: বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ ৩৯ : ২৮ জিম্বাবুয়ে : বাংলাদেশ ও জিম্বাবুয়ে এখন পর্যন্ত ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ৬৭ বার। এতে বাংলাদেশের জয় ৩৯টিতে, জিম্বাবুয়ের ২৮টি। দুই দলের শেষ দশ মুখোমুখিতে ২টি জয় জিম্বাবুয়ের, বাকি ৮টিতেই জিতেছে বাংলাদেশ।

২০১৬ সালের ৯ অক্টোবরের পর: মিরপুর শের-ই-বাংলায় দীর্ঘদিন পর ওয়ানডে খেলছে বাংলাদেশ। ২০১৬ সালের ৯ অক্টোবরের পর আবারো রঙিন পোশাকে মিরপুরে নামছে টাইগাররা। সবশেষ ম্যাচে বাংলাদেশ খেলেছিল ইংল্যান্ডের বিপক্ষে। মাশরাফির অলরাউন্ড নৈপুণ্যে জয়ও পেয়েছিল টাইগাররা।

আট বছর পর ত্রিদেশীয় সিরিজ বাংলাদেশে: আট বছর পর ত্রিদেশীয় সিরিজের আয়োজক বাংলাদেশ। ২০১০ সালে বাংলাদেশ সবশেষ ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছিল শ্রীলঙ্কা ও ভারতকে নিয়ে। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। সাকিব আল হাসানের বাংলাদেশ দল দুটি করে ম্যাচ খেলেছিল ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে। দুটি ম্যাচই হেরেছিল বাংলাদেশ। ফাইনালে ভারতকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা।