নিজস্ব প্রতিবেদক : ফুটপাত ব্যবহারে জনগণকে সচেতন করার জন্যই ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। এই অভিযানের ফলে ফুট ওভারব্রিজ ও ফুটপাত ব্যবহার উপযোগী হবে বলে উল্লেখ করেছেন ম্যাজিস্ট্রেট।
বুধবার দুপুরে রাজধানীর শাহবাগ এলাকায় ফুটপাত উদ্ধার অভিযান শেষে ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান এ কথা বলেন।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘ফুট ওভারব্রিজ ব্যবহার না করায় কয়েকজনকে জরিমানা করা হয়। শাহবাগ মোড়ের উভয় পাশে দখলকৃত ফুটপাত উদ্ধার করে জনগণের চলাচলের জন্য উপযোগী করা হয়েছে। জনগণের সহযোগিতা ছাড়া ম্যাজিস্ট্রেট বা পুলিশের পক্ষে ফুটপাতকে পুরোপুরি দখলমুক্ত করা সম্ভব নয়। ঢাকাকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার নির্দেশে এ অভিযান অব্যাহত থাকবে।’