নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের ফেঞ্চুগঞ্জে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের তিন দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে।
ওই ব্যক্তির নাম নুনু মিয়া (৪০)। তিনি ফেঞ্চুগঞ্জের ছত্তিশের মৃত রইছ আলীর ছেলে।
রোববার বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
ফেঞ্চুগঞ্জ থানার এসআই আবুল কালাম জানান, গত বৃহস্পতিবার ফেঞ্চুগঞ্জের পিটাইটিকরে জুড়ী ও কুশিয়ারা নদীর সংযোগস্থলে মাছ ধরতে গিয়ে নুনু নৌকা থেকে পানিতে পড়ে ডুবে যান। পরে ডুবুরিরা অনেক চেষ্টা করেও তার কোনো সন্ধান পাননি।
আজ বারহাল এলাকায় নদীতে তার লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।