নিজস্ব প্রতিবেদক : রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশ ব্যাংক, ফেডারেল রিজার্ভ ব্যাংক এবং সুইফটের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা চলছে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার বিকেলে জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে জাহান আরা বেগম সুরমার লিখিত প্রশ্নের জবাবে সংসদকে এ তথ্য জানান অর্থমন্ত্রী। এ সময় তিনি চুরি হওয়া অর্থ উদ্ধারে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
সোহরাব উদ্দিনের অপর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ‘ব্যাংকে অলস টাকা পড়ে আছে, এ বিষয়টি ঠিক নয়। ২০০৯ সালের ডিসেম্বরে ব্যাংকিং খাতে মোট বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ২ লাখ ৪৬ হাজার ৫০৯ কোটি টাকা। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে বিনিয়োগ প্রায় ৬ লাখ ৮৬ হাজার ৪৮০ কোটি টাকা হয়েছে। অর্থাৎ ৭ বছরে প্রবৃদ্ধি প্রায় ১৭৮ শতাংশ।’
তিনি বলেন, ‘ব্যাংকিং ব্যবস্থায় সব টাকা বিনিয়োগ (ঋণ) হিসেবে বিতরণ সম্ভব নয়। দৈনন্দিন কার্যক্রম সম্পাদন, আমানতকারীদের নগদ অর্থের চাহিদা পূরণ এবং লাভজনক নতুন বিনিয়োগের জন্য কিছু নগদ অর্থ সবসময় ব্যাংকের হাতে এবং আইনগত বাধ্যবাধকতা পরিপালনের জন্য বাংলাদেশ ব্যাংকে নগদ জমা হিসেবে গচ্ছিত থাকে। বাংলাদেশ ব্যাংকে গচ্ছিত নগদ অর্থ থেকে ব্যাংক কোনো সুদ পায় না। তাই আবশ্যকীয় পরিমাণ নগদ জমার অতিরিক্ত গচ্ছিত অর্থকে অলস অর্থ বলা হয়।’
২০০৯ সালের ৩১ ডিসেম্বর তারিখে বাংলাদেশ ব্যাংকে নগদ জমার অতিরিক্ত অর্থের পরিমাণ ছিল প্রায় ৬ হাজার ৭৬৭ কোটি টাকা। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে অতিরিক্ত অর্থের পরিমাণ ছিল প্রায় ৪ হাজার ৩৭১ কোটি টাকা।