ফেনী প্রতিনিধি : ফেনীর দাগনভূঞায় বিবি কুলসুম ঝর্ণা (৩৩) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার ভোরে উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঝর্ণা ওই গ্রামের ওমানপ্রবাসী ওলি উল্যাহর স্ত্রী।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন জানান, ভোরে ৭-৮ জন দুর্বৃত্ত উপজেলার দক্ষিণ আলীপুর গ্রামের ওলি উল্যাহর ঘরে ঢুকে মালামাল লুট করার চেষ্টা করে। এ সময় ওই গৃহবধূ চিৎকার করলে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদ্ধারের চেষ্টা চলছে।