ফেনীতে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

ফেনী প্রতিনিধি : ফেনীতে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে সদর উপজেলার লালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ফেনী হাইওয়ে থানার ইনচার্জ ( ওসি) জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার ভোরে সদর উপজেলার লালপুর এলাকায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার ও যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনার পর পিকআপের চালক পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।