
ফেনী প্রতিনিধি : ফেনীতে তেলবাহী লরিচাপায় রিকশাযাত্রী অজ্ঞাত নারী (২৫) নিহত হয়েছেন।
শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর রাস্তার মাথায় র্যাব ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ওই লরি ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করে। পুলিশ ও র্যাবের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।