
ফেনী প্রতিনিধি : ফেনীতে পলাতক আসামির বাড়ি থেকে পিস্তল, ম্যাগজিন, দুটি গুলি ও একটি রামদা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার সকালে সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি গ্রাম থেকে এ সব অস্ত্র উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, মঙ্গলকান্দি গ্রামের পলাতক আসামি ছেরাজুল হক সবুজ ওরপে গুরা মিয়ার (৩২) বাড়িতে অভিযান চালিয়ে পিস্তল, ম্যাগজিন, গুলি ও রামদা উদ্ধার করা হয়। গুরা মিয়ার বিরুদ্ধে সোনাগাজী ও ফেনী থানায় একাধিক মামলা রয়েছে ।