বিশেষ প্রতিবেদকঃ প্রতিদিন করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। কর্মহীন হয়ে পড়ছেন মানুষ। খাদ্যের অভাবে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন তারা। করোনার এ পরিস্থিতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ফেনী-৩ আসনের (দাগনভূঁইয়া ও সোনাগাজী) অসহায়, গরিব ও কর্মহীন ১২০০ পরিবারের দায়িত্ব নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ জনি। ইতোমধ্যে দাগনভূঁইয়ায় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৫ মে) দ্বিতীয় দফায় সোনাগাজী উপজেলার ৯টি ইউনিয়নের নিম্ন আয়ের অসহায়, ক্ষতিগ্রস্ত, গরিব, বিধবা ও দুস্থ পরিবারের মধ্যে পর্যায়ক্রমে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সার্বিক তত্ত্বাবধানে এসব খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- পরিচালনা কমিটির সদস্য জিয়া উদ্দিন সোহাগ, আহসান হাবীব বিটন, শরিফ উল হাসান তারেক ও অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন রানা প্রমুখ।
জনির সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, মানব ধর্ম পালন করাই এখন সব মানুষের দায়িত্ব হওয়া উচিত। এ দুর্যোগকালে ধর্ম, বর্ণ, জাত, পাত দেখা মানবতার কাজ নয়। গরিব মানুষকে দুবেলা আহার দেওয়াই বড় মানববতা। এ দুর্দিনে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।