ফেনী প্রতিনিধি : ফেনীতে ২৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মধ্যমরামপুর থেকে ইয়াবা ট্যাবলেটগুলা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ-১২-৬৩৮০) তল্লাশি চালানো হয়। প্রাইভেটকারের চালকের বামপার্শ্বের আসনের নিচে অভিনব কায়দায় রাখা ১৫০টি নীল রঙয়ের পলিব্যাগে গোলাপি রঙয়ের ২৯ হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ইয়াবা রাখার অভিযোগে চালক মো. আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাইভেটকারটি র্যাবের হেফাজতে নেওয়া হয়েছে।
গ্রেপ্তার মো. আজিজুল ইসলাম ভোলা জেলার আলীনগর গ্রামের মৃত আলী আশ্রাফের ছেলে।
র্যাব-৭ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইয়াবা এবং গ্রেপ্তার আসামিকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।