ফেনীতে ৪৮ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক

ফেনী প্রতিনিধি : ফেনীতে ৪৮ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শনিবার দুপুরে ফেনীর ফতেহপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- মো. রাসেল (২৫) ও নূর আমিন (৩০) । রাসেল চট্টগ্রামের লোহাগাড়া থানার ওয়াহিদের পাড়া গ্রামের আব্দুল নবীর ছেলে এবং নূর আমিন একই গ্রামের আব্দুল বারীর ছেলে।

ফেনীর পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার জানান, দুপুরে মাদক ব্যবসায়ী মো. রাসেল ও নূর আমিন চট্টগ্রাম থেকে মোটরসাইকেলে কুমিল্লা যাচ্ছিলেন। তারা ফেনীর ফতেহপুর পৌঁছলে গোয়েন্দা পুলিশ তাদের দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে ৪৮ হাজার পিস ইয়াবা জব্দ করে। এ সময় রাসেল ও নূর আমিনকে আটক করে পুলিশ।