সৈয়দ মনির অাহমদ, ফেনী প্রতিনিধি।
ফেনীতে ১৫ লাখ টাকার মুক্তিপণ দাবী করে মমিন হোসেন পাটোয়ারী নামে এক যুবককে অপহরণের সাড়ে ৪ ঘন্টার পর উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব- ৭)। জানা যায়, শনিবার রাত ১২টার দিকে শহরতলীর সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৬ জনকে আটক করা হয়।
র্যাব জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের শহরের জেড ইউ মডেল হাসপাতালকর্মী মমিন হোসেন পাটোয়ারী (৩১) বাসায় ফেরার পথে কয়েকজন যুবক অপরণ করে। পরে তারা অপহৃতার বড় ভাই মোয়াজ্জেম হোসেন পাটোয়ারীর কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। বিষয়টি র্যাবকে জানালে তাদের সহযোগিতায় অপরণকারীদের দেয়া বিকাশ নাম্বারে ১৫ হাজার টাকা পাঠায়।
এর সূত্র ধরে রাত সাড়ে ১২টার দিকে সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমানা প্রাচীরের ভিতরে আহত অবস্থায় মমিন হোসেন পাটোয়ারীকে উদ্ধার করে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে শহরের উত্তর বিরিঞ্চি এলাকার মৃত জাফর আহাম্মদের ছেলে ফরিদী হাসান তুষার (২১), মো. মোস্তফার ছেলে আব্দুল আহাদ রানা (২২), মিরু ড্রাাইভারের ছেলে মোঃ ওমর ফারুক (২১), শাহ আলমের ছেলে মোঃ শাকিল (২০), রানিরহাট মালিপুর এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে আলাউদ্দীন বাবু (২০) ও ফুলগাজী উপজেলার খিল পাড়া এলাকার আবুল কালামের ছেলে মোঃ রেজাউল হক (২১) আটক করা হয়। এসময় মোঃ আনোয়ার হোসেন (২৫) ও মোঃ আহাদ (২০) নামে দুই অপরণকারী পালিয়ে যায়।
ফেনীস্থ্য র্যাব-৭ স্কোয়াড্রন লিডার কোম্পানী অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আসামীদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।