সৈয়দ মনির অাহমদ, ফেনী প্রতিনিধি :
ফেনী প্রেস ক্লাবের সাধারন সভা স্থানীয় একটি হোটেলের হল রুম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দিন ব্যাপী প্রেস ক্লাব সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ ফরিদ আত্তার’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি শাহজালাল রতন , সহ-সভাপতি আজাদ মালদার , দিলদার হোসেন স্বপন , এম এ সাঈদ খান ,কোষাধক্ষ শেখ ফরিদ রতন , সাংস্কৃতিক সম্পাদক জাফর সেলিম , ক্রীড়া সম্পাদক রাজন দেব নাথ , দপ্তর সম্পাদক মফিজুর রহমান ।
কার্যকরী পরিষদের সদস্য শাহ আলম ভূঞা, এনএন জীবন, তমিজ উদ্দিন, জাহাঙ্গীর জনস, এনামুল হক পাটোয়ারী, জােবায়র আহম্মদ, সােলায়মান হাজারী ডালিম, জালাল উদ্দিন বাবলু, বেলাল হােসেন, কাজী হাবিব উল্যাহ সুমন, সিদ্দিক আলম মামুন, ইউসুফ আলী, শরিফ ভুঞা, জাহাঙ্গীর কবির লিটন, মেহরাব হােসেন মেহেদী, জসিম উদ্দিন কাঞ্চন, সৈয়দ মনির আহমদ, এমএ কাপি দিদার, সাহেদ চেীধুরী, আবু মনসুর, নান্টু লাল দাস, ওমর ফারুক, সজিব ওসমান, আব্দুল হালিম, হাসান মাহমুদ, ওবায়দুল হক, আনোয়ার হােসেন রবিন, জাফর উল্যাহ, আরফাত মােহন প্রমূখ বক্তব্য রাখেন ।
সভায় সর্বসন্মতি ক্রমে গঠনতন্ত্র মোতাবেক ফেনী প্রেস ক্লাব নির্বাচন ২০১৭ উপলক্ষে নির্বাচন কমিশন গঠন , ৬ ডিসেম্বর ফেনী মুক্ত দিবস পালন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন ও ২৫ ডিসেম্বর ফেনী প্রস ক্লাব রাহু মুক্ত দিবস উদযাপন কমিটি গঠন করা হয় ।
সভায় ক্লাব সদস্যদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি ক্লাবের সঙ্গে সাংবাদিকদের নিবিড় সর্ম্পক গড় তােলার উপর জাের দেন বক্তারা ।