আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর সোমবার রাত সাড়ে ৯টায় মডেল থানার অফিসার ইনটার্জ (ওসি)‘র নেতৃতে এসআই আঃ মমিন গোপন সংবাদের ভিত্তিতে শহরের আমরিকান ক্যাম্প মহল্লায় অভিযান চালিয়ে ফেন্সিডিল বিক্রির সময় ১০ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো মাদক স¤্রাজ্ঞী রাশেদা বেগম (৪০) ও তার স্বামী জনাব আলীর পুত্র জসিম উদ্দিন (৫০)। তাদের বাড়ী পার্বতীপুর বাস টার্মিনালের পশ্চিমে অবস্থিত আমেরিক্যান ক্যাম্প এলাকায়।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সকালে তার কিশোর পুত্র আরিফুল ইসলাম (১৬) কে পুলিশ ফেনসিডিল বিক্রির সময় চার বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বিক্রির ৯ হাজার ৯শ টাকাসহ হাতে নাতে গ্রেফতার করে এবং জেলহাজতে পাঠায়।
এলাকাবাসী জানায়, তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে এবং কয়েকবার স্বামী-স্ত্রী জেলহাজত খেটেছে। এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে পার্বতীপুর মডেল থানায় মামলা হয়েছে।