ফের একসঙ্গে ঋষি-অমিতাভ

বিনোদন ডেস্ক: কাভি কাভি, অমর আকবর অ্যান্থনি, নসীব, কুলি’র মতো জনপ্রিয় সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন অভিনেতা ঋষি কাপুর ও অমিতাভ বচ্চন। অনেক বছর পেরিয়ে এসে ফের একসঙ্গে কাজ করবেন তারা।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ তথ্য জানিয়েছেন অভিনেতা ঋষি কাপুর। এক টুইটে অমিতাভ বচ্চনের একটি ছবি পোস্ট করে এর ক্যাপশনে ঋষি কাপুর লেখেন, ‘অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করে সব সময়ই আনন্দ ও সম্মান অনুভব করি। টিমের সঙ্গে স্ক্রিপ্ট পড়ার কাজ শুরু করলাম। বিস্তারিত জানতে চোখ রাখুন।’

সব সময়ই অমিতাভের প্রশংসা করেন ঋষি। তার জীবনী ‘খুল্লাম খুল্লা : ঋষি কাপুর আনসেন্সরড’-এ বিগ বি প্রসঙ্গে এ অভিনেতা লিখেছেন, ‘অমিতাভ নিঃসন্দেহে একজন চমৎকার অভিনেতা। অসাধারণ প্রতিভার অধিকারী এবং একইসঙ্গে যিনি বক্স অফিসও শাসন করেন।’

অমিতাভ বচ্চন অভিনীত সর্বশেষ সিনেমা ‘পিঙ্ক’। এ অভিনেতার পরবর্তী সিনেমা ‘সরকার-থ্রি’। এ ছাড়া আমিরের সঙ্গে ‘থাগস অব হিন্দুস্তান’ ও রণবীর কাপুর-আলিয়ার সঙ্গে ‘ড্রাগন’ সিনেমায় দেখা যাবে তাকে। অন্যদিকে ঋষি কাপুরের সর্বশেষ সিনেমা ‘কাপুর অ্যান্ড সন্স’।