
তৃতীয় বার বিয়ের মালা বদল করতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। দীর্ঘদিন প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নেন প্রেমীকা শাম্মা দেওয়ানের সাথে। যুক্তরাষ্ট্রের নাগরিক শাম্মা দেওয়ান, তার জন্ম ও বেড়ে ওঠা আমেরিকায়। তার পৈত্রিক নিবাস ঢাকার লালমাটিয়া।
অপূর্ব বলেছেন, বিয়ে করছি চুরি বা ক্রাইম তো না, ফলে এটা নিয়ে লুকোচুরির কিছু নেই। আমি বিয়ে করছি এই টা সত্যি এবং আমরা আগামীকাল ২ সেপ্টেম্বরই মালা বদল করতে চাচ্ছি।
এটি অপূর্বর তৃতীয় ও শাম্মার দ্বিতীয় বিয়ে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর অপূর্বর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে শাম্মার। তারপরই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এদিকে, গত বছর নাজিয়া হাসান অদিতির সাথে ভেঙে যায় অপূর্বর দ্বিতীয় সংসার। ২০১০ সালের ১৯ আগস্ট অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। এর পরের বছরের ফেব্রুয়ারিতে ডিভোর্স হয়ে যায় তাদের। ওই বছরের ১৪ জুলাই পারিবারিকভাবে অদিতিকে বিয়ে করেছিলেন অপূর্ব।