
নিজস্ব প্রতিবেদক : ফেসবুকে কুরুচিপূর্ণ ছবি আপলোডকারী চক্রের সদস্য গোলাম সামদানীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গণমাধ্যম শাখার প্রধান মো. মাসুদুর রহমান বলেন, ‘শনিবার রাতে ক্যান্টনমেন্ট জোনাল টিম রমনা থানার ওয়্যারলেস মোড় এলাকায় গোপন সংবাদে অভিযান পরিচালনা করে। এ সময় সাদমানীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রমনা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়েছে।’
পুলিশ জানায়, সামদানী ২০১২ সালের জুন থেকে ২০১৩ পর্যন্ত তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী, সাংসদ এবং সম্মানিত ব্যক্তিদের জড়িয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ ছবি আপলোড করে। তাকে রিমান্ডে নিয়ে বিস্তারিত জানা যাবে।