নিজস্ব প্রতিবেদক : তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় ইউসুফ আলী নামে এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে কর্মস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান জানান, ইউসুফ আলী একটি বেসরকারি টেলিভিশনে চাকরি করেন। তিনি ফেসবুকে একটি ভুয়া আইডি খুলে সেখান থেকে অপর একটি সংবাদপত্রে কর্মরত এক নারী প্রতিবেদকের আপত্তিকর ছবি ও ভিডিও প্রচার করেন। পরে ওই নারীর স্বামী এ অভিযোগে খিলগাঁও থানায় ইউসুফের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগের বিষয়ে প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।