ফেসবুকে যারা লেখালেখি করেন

ফেসবুকে যারা লেখালেখি করেন, তাদের কাছে পোস্ট এডিট করা নতুন কিছু নয়। শুধু লেখালেখিই বা বলছি কেন, যারা স্ট্যাটাস আপডেট করে থাকেন, তাদের কাছে কোন লেখা আপডেট করা নিয়ে নানা ধরণের দুর্ভোগ পোহাত হয়। এজন্য তারা মাঝে মাঝে তাদের পোস্ট এডিট করে থাকেন।
এটি খুবই প্রয়োজনীয় কারণ মাঝে মাঝে আমরা এমন কিছু বেফাঁস বলে ফেলি যা অনেক সময় আমাদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এইজন্য এডিট করে লিখে ফেলাটাই সবচেয়ে ভালো।
কিন্তু ফেসবুকের এডিট হিস্টোরি যদি কেউ চেক করে তাহলে দেখা যাবে যে আপনি এর আগে কি লিখেছিলেন তা অনায়াসেই দেখে নেয়া যাবে। এটি একটি সমস্যা।

এই সমস্যা দূর করার জন্য ফেসবুক একটি সুবিধা নিয়ে এসেছে। এখন থেকে এডিট হিস্টোরি লেবেলটি আর দেখা যাবে না। এর ফলে আপনি যদি আপনার পোস্টটিতে কিছু পরিবর্তন করে আনেন, সেটিও দেখাবে নতুনের মত যেন পোস্টটি মাত্র নতুনভাবে দেয়া হল।
তাহলে এবার নিশ্চিন্তে আপনার পোস্টটি কর্তন করুন এবং আরো নিশ্চিত থাকুন যে আপনার এডিটেড হিস্টোরি কেউ দেখতে পাবে না।