লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুুরে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দেলোয়ার হোসেন নামে এক ইউপি সদস্য মারা গেছেন।
আজ শনিবার দুপুরে সদর উপজেলার শাকচর গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।
নিহত দেলোয়ার শাকচর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার ও স্থানীয় দফাদারবাড়ির খোকন মিয়ার ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে দেলোয়ার তার নিজ ঘরে মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হন। পরে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।