
নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ক্ষমতা, দায়িত্ব, পেশাদারিত্ব এবং জনগণের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে। অন্যায়ভাবে কোনো ধরনের বল প্রয়োগ করা যাবে না।’
সোমবার রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ শিরু মিয়া মিলনায়তনের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘ফোর্সকে দায়িত্বশীল আচরণ করতে হবে। পুলিশের কোনো কর্মঘণ্টা নেই। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, ঝড়-বজ্রপাতসহ নানা প্রতিকূল অবস্থায় পুলিশ কাজ করছে। জীবন বিসর্জন দিচ্ছে। কে কে গ্যাস গান, শটগান ফায়ার করবে তা আগে থেকে ঠিক করে রাখতে হবে। কমান্ডারের আদেশে প্রয়োজনমতো ফায়ার করতে হবে। কোনো অবস্থায় অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না।’
আছাদুজ্জামান মিয়া আরো বলেন, ‘ডিএমপি হচ্ছে লিডার অব দ্য লিডারস। ডিএমপির রায়ট কন্ট্রোল, ইভেন্ট ম্যানেজমেন্টসহ যাবতীয় বিষয় সব ইউনিটের জন্য অনুকরণীয়। নিরীহ, ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। কেউ যেন হয়রানির শিকার না হয়।’
অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।