
আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের অ্যানেসি শহরে ছুরিকাঘাতে চার শিশুসহ ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
স্থানীয় নিরাপত্তা সূত্র এবং এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে হামলাকারী ছুরি হাতে শিশুদের একটি খেলার মাঠে প্রবেশ করে হামলা চালায়। সেখানে খেলায় মগ্ন শিশুদের একটি দলের ওপর হামলা করে হামলাকারী।
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ টুইট করে বলেন, এটি কাপুরুষোচিত কাজ। পুরো জাতি এ ঘটনায় শোকাহত।
নেলি নামে এক প্রত্যক্ষদর্শী ফ্রান্স ইনফো রেডিওকে বলেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে লোকজন ছোটাছুটি করছিল, চিৎকার করছিল…এটি ছিল ভয়াবহ।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন টুইট করে জানান, সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। দ্রুত সাড়া দেওয়ার জন্য নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ।