ফ্লোর স্পেস কিনবে ন্যাশনাল হাউজিং

অর্থনৈতিক প্রতিবেদক : ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ ফ্লোর স্পেস কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি কার পার্কিংয়ের জন্য ৫ হাজার ৬৮০ বর্গফুট জমি কিনবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, কোম্পানিটি কার পার্কিংয়ের জন্য চট্টগ্রামের আগ্রাবাদের আজিজ কোর্টে ১১তম ফ্লোরে জমি কিনবে। রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচসহ ফ্লোর কিনতে ৬ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকা ব্যয় হবে।

কোম্পানিটি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে ফ্লোর স্পেস কিনতে পারবে।