নিজস্ব প্রতিবেদক : দুর্বৃত্তদের ছোড়া অ্যাসিডে দগ্ধ হয়েছেন বংশাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. রফিকুল আলম।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
বুধবার সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকি বলেন, রাতে টহলরত পুলিশের একটি দল রাজধানীর বংশাল থানার মিটফোর্ড হাসপাতালের সামনে একটি মোটরসাইকেলকে দাঁড়াতে বলে। ওই মোটরসাইকেলে তিন আরোহী ছিল। এ সময় পুলিশকে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায় মোটরসাইকেল আরোহীরা। এতে কনস্টেবল রফিকুল আলমের মুখের একাংশ ঝলসে যায়।
এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে।