নিজস্ব প্রতিবেদক : অমর একুশে বইমেলা ২০১৭-তে প্রকাশিত হয়েছে ফারহানা আক্তার ফ্লোরার কাব্যগ্রন্থ ‘প্রেম বিলাসী’।
বইটি প্রকাশ করেছে ইমন প্রকাশনী। এটির প্রচ্ছদ করেছেন রাজু আহমেদ। দাম ১০০ টাকা। বইটি পাওয়া যাবে সোহরাওয়ার্দী উদ্যানে তৃণলতা প্রকাশের স্টলে।
বইটি সম্পর্কে লেখক ফারহানা আক্তার ফ্লোরা জানান, বইটিতে বিভিন্ন বিষয় নিয়ে কবিতা লেখা হয়েছে। প্রেম, দ্রোহ, সমাজের নানা চিত্র ফুটে উঠেছে কবিতায়। আশা করি পাঠকদের ভালো লাগবে।