বই বিতরণসহ গ্রামপর্যায়ে কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন

ঝালকাঠি প্রতিনিধি : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সরকার প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত বিনামূল্যে বই বিতরণসহ গ্রামপর্যায়ে কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করছে। যে কারণে দেশের কোনো ছেলেমেয়ে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে না।

শনিবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার মানপাশা শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে শিক্ষাক্ষেত্রে ব্যাপক গুরুত্ব দেয়। একটি সরকারের দায়িত্ব থাকে সে দেশের প্রতিটি নাগরিকের অন্ন-বস্ত্র-বাসস্থান ব্যবস্থার নিশ্চয়তা প্রদান করা।সেদিকে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করছেন। প্রতি ক্ষেত্রেই তিনি আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছেন। আজকে আমাদের দেশে শিক্ষিতের হার ৭৮ ভাগে উত্তীর্ণ হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সহসভাপতি খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম ইকবাল, প্রধান শিক্ষক মো. আবু বক্কর সিকদার।