নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী ও কাশিমপুর এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে পৃথকভাবে দুই এলাকায় এ বিক্ষোভ করেন শ্রমিকরা।
পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বিসিক শিল্প এলাকার দুরন্ত নীট ওয়ার লিমিটেড কারখানার শ্রমিকদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। ওই বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও কয়েকটি গাড়ির কাঁচ ভাংচুর করেন। পরে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন।
এদিকে কোনাবাড়ীতে মিজু করপোরেশন নামে একটি কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন। এক পর্যায়ে ওইসব কারখানার শ্রমিকরা কারখানা ও কয়েকটি গাড়ীর ভাংচুর করেন। পরে কোনাবাড়ী থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
অপরদিকে কাশিমপুর এলাকার ডে স্ট্যান্ড লিমিটেড ও ডেল্টা স্পিনিং কারখানার শ্রমিকরাও বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারী শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে।