
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে। শুক্রবার বিকেল তিনটার দিকে উপজেলার মাঝিড়া বন্দরের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার সুজাবাদ গ্রামের আলহাজ শফিকুল ইসলাম (৩৮) ও তার স্ত্রী মুক্তা বেগম (২৯)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে একতা পরিবহনের একটি যত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।
স্থানীয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহ আলম দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেন।