বগুড়ায় প্রতিবন্ধীদের ঈদ উপহার দিল র‌্যাব

জেলা প্রতিবেদকঃ করোনা ভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে বগুড়ায় অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মধ্যে ঈদ উপহার তুলে দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

রোববার (১৭ মে) দুপুর ১২টার দিকে বগুড়া ক্যাম্প চত্বরে ৫০টি পরিবারের মধ্যে উপহারসামগ্রী তুলে দেন র‌্যাব-১২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম।

এসময় র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) রওশন আলীসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

রওশন আলী জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে করোনা ভাইরাস চলাকালীন বিভিন্ন সময়ে র‌্যাব অসহায়, দুস্থ, কর্মহীন লোকদের মধ্যে ত্রাণ বিতরণ করে আসছে। এ ধরনের কার্যক্রম চলমান আছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।