
সিপিবিডি নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন করেছে ঢাকা স্কুল অব ইকোনমিক্স (ডিএসসিই)
শনিবার এ উপলক্ষে আলোচনা সভা ও রক্তদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।
সভাপতিত্ব করেন ঢাকা স্কুল অব ইকোনমিক্সের অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুব আলী। সঞ্চালনায় ছিলেন হুমায়রা তাবাসসুম ও সায়াদ বিন সোহেল।
ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক মান্নান বলেন, বঙ্গবন্ধু সব সময় শান্তিতে বিশ্বাসী ছিলেন। আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী অধ্যাপক রেহানা পারভীন, ডা. সারা তাসনিম ও প্রভাষক শামীম আহমদ উপস্থিত ছিলেন।
রক্তদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লে.কর্নেল (অব.) ডা. জায়েদ আল হাসান।