নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সদ্য দায়িত্ব নেওয়া মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
রোববার (১৭ মে) সকালে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনকালে ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ এমদাদুল হক এবং ওয়ার্ড কাউন্সিলরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন।
এরআগে, শনিবার (১৬ মে) দুপুরে ব্যারিস্টার তাপস মেয়র হিসেবে দায়িত্ব নেন। এরপর বিকেল ৩টায় তিনি অনালাইন সংবাদ সম্মেলনের মাধ্যমে দক্ষিণ সিটির নাগরিকদের মৌলিক সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।