
রাজধানীর ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) নির্বাচন কমিশনাররা।
আজ সোমবার বিকালে সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনাররা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এমিলি, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, মো. আলমগীর, আনিছুর রহমান, ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারসহ ইসি কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন সিইসি।
পরে বঙ্গবন্ধু জাদুঘরের পক্ষ থেকে নতুন কমিশনারদের উপহার দেওয়া হয় বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই।
সিইসিসহ নির্বাচন কমিশনাররা শপথগ্রহণের পর প্রথমদিন আজ সোমবার সকালে কমিশনে আসেন। তখন ইসি কর্মকর্তারা তাদের ফুলেল শুভেচ্ছা জানান।
এরপর ইসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নতুন সিইসিসহ নির্বাচন কমিশনাররা।