নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারকে নিয়ে ফেসবুকে ব্যঙ্গ-বিদ্রুপ করায় চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোর ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা তাকে গ্রেপ্তার করেছে।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ আলী জানিয়েছেন, ইরাদ আহমেদের তার কাছ থেকে একটি সিম, মোবাইল, ম্যাটবুক, একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। এ ছাড়া যেসব ফেসবুক আইডি থেকে এ ধরনের কর্মকাণ্ড করতেন সেসব আইডি জব্দ করা হয়েছে।
উপকমিশনার ইউসুফ আলী বলেন, ইরাদ আহমেদ নেদারল্যান্ডসে থাকেন। নেদারল্যান্ডস থেকেই এসব কর্মকাণ্ড করতেন। বিভিন্ন সময় নিজের নাম ও ভুয়া নাম ব্যবহার করে এসব অ্যাকাউন্ট খোলেন। কাউন্টার টেররিজমের সাইবার, নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ পর্যবেক্ষণ করত।
তিনি জানান, এ বিষয়ে ডিএমপির একাধিক থানায় তথ্যপ্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা রয়েছে।