বজ্রপাতে একজনের মৃত্যু

 

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে বজ্রপাতে আক্কাস মণ্ডল (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। মৃত আক্কাস উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের আলেপ মণ্ডলের ছেলে।

ডিবিগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য আফসার আলী এর সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে বাড়ির পাশে ডোবায় পাট ধোয়ার কাজ করছিলেন কৃষক আক্কাস মণ্ডল। এ সময় প্রচণ্ড বৃষ্টির মধ্যে তার ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।