
নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল কম্পাউন্ডের ভেতর ওই দুই ব্যক্তি দাঁড়িয়ে গল্প করছিলেন। এ সময় বজ্রপাতে তারা মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন তাদেরকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
নিহতদের একজনের পরিচয় জানা গেছে। তার নাম আবদুল মুকিত। তিনি ছেলের চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন। তার ছেলে বর্তমানে হাসপাতালের পঞ্চম তলায় ভর্তি আছে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুহেল আহমদ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।