
আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার টার্নবুল বলেছেন, ‘বতর্মানে আমরা সেখানে আমাদের কার্যক্রম বাড়াতে যাচ্ছি। তবে একইসঙ্গে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর কাছে অন্যান্য অঞ্চল তথা বিশ্বের অন্য অংশের অনুরোধগুলোকে আমাদের দেখতে হয়।’
তিনি বলেন, ‘আফগানিস্তানে আমাদের ও অন্য মিত্রদের যে চেষ্টা চলছে তা অব্যাহত রাখা এবং একসঙ্গে কাজ করা অবশ্যই গুরুত্বপূর্ণ।’
আফগানিস্তানে বর্তমানে অস্ট্রেলিয়ার ৩০০ সেনা রয়েছে। তারা আফগান সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো নেতৃত্বাধীন এর মিত্রদের সেনা সংখ্যা বাড়ানো না হলে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি আরো অবনতি ঘটবে।
আফগানিস্তানে আরো সেনা পাঠাতে যাচ্ছে অস্ট্রেলিয়া। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত মাসে আফগানিস্তানে সফরের সময় ন্যাটোর সামরিক কর্মকর্তাদের কাছ থেকে সেনা পাঠানোর অনুরোধ জানানো হয়েছিল টার্নবুলকে। তবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এ অনুরোধের বিষয়ে পরবর্তীতে বিস্তারিত কিছুই জানাননি।