বধ্যভূমি ও মুক্তিযোদ্ধাদের কবর একই নকশায় করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : বধ্যভূমি ও মুক্তিযোদ্ধাদের কবর একই নকশায় করার নির্দেশ দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে তিনি এ নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, বধ্যভূমি ও সম্মুখযুদ্ধের যেসব স্থান সারা দেশে এখনো নির্ধারণ করা হয়নি, তার জন্য জমি অধিগ্রহণ করতে হবে। আর এ জন্য যে অর্থের প্রয়োজন তা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় দেবে।

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশানরদের নির্দেশ দেন।