বগুড়া প্রতিনিধি :
জয়পুরহাট সদর উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাফিন নামে এক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নিহত হয়েছেন।
বুধবার ভোরে উপজেলার দাদরাজন্তি গ্রামের একটি পেট্রোলপাম্পের কাছে এ ঘটনা ঘটে। শাফিন শহরের দেওয়ানপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের মেজর হাসান আরাফাত বলেন, দাদরাজন্তি গ্রামের একটি পেট্রোলপাম্পের কাছে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছিল। খবর পেয়ে ভোরে র্যাবের একটি টহল দল সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ শাফিনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, শাফিনের বিরুদ্ধে ছয়টি হত্যা মামলাসহ কমপক্ষে ১০টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তার ফাঁসির রায় হয়েছে।