
নিজস্ব প্রতিবেদক : বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে দলের নেতা-কর্মীসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
বুধবার রাজধানীর ধানমন্ডিতে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। ১৪৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন নায়েমের মহাপরিচালক অধ্যাপক হামিদুল হক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘উত্তরবঙ্গ, মধ্যাঞ্চল এবং সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় বন্যা কবলিত বানভাসি মানুষের পাশে নিজ উদ্যোগে সার্বক্ষণিক খোঁজ-খবর নেওয়া ও ত্রাণ তৎপরতা চালাতে হবে। যে যার অবস্থান থেকে, দলমত নির্বিশেষে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।’
মোহাম্মদ নাসিম জানান, বন্যা কবলিত এলাকার মানুষ যাতে সঠিকভাবে চিকিৎসা সেবা পায় সেজন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে মেডিক্যাল টিম গঠন করতে এবং প্রয়োজনীয় ওষুধ পাঠানোর নির্দেশ দিয়েছেন।