বন্যার কারণে ২০ আগস্টের নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের নবগঠিত কর্ণফুলী উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনসহ বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও উপ-নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সংশ্লিষ্ট স্থানগুলোতে আগামী ২০ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশে বিরাজমান বন্যা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

তিনি জানান, চট্টগ্রাম জেলার নবগঠিত কর্ণফুলী উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল ২০ আগস্ট। এ ছাড়া একই তারিখে দেশের দুটি উপজেলার ৪টি ইউনিয়নের সাধারণ নির্বাচন, ৭টি উপজেলার ৭টি ইউনিয়নের উপ-নির্বাচন, একটি ইউনিয়নের চেয়ারম্যান পদে পুনঃনির্বাচন এবং নারায়ণগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলার তিনটি ওয়ার্ডে সাধারণ নির্বাচনের কথা ছিল। কিন্তু দেশে বিরাজমান বন্যা পরিস্থিতির কারণে তা স্থগিত করেছে ইসি।