বন্যায় আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন এলাকায় বন্যায় আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন এলাকায় বন্যায় আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের পাশে আওয়ামী লীগের নেতা, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও শ্রেণিপেশার মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ওবায়দুল কাদের।

এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকায় নিজ নিজ সাংগঠনিক কমিটির উদ্যোগে বানভাসী মানুষের পাশে থেকে তাদের সার্বক্ষণিক খোঁজ-খবর নেওয়া ও ত্রাণ তৎপরতা জোরদার করারও আহ্বান জানান তিনি।