
সিরাজগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, বন্যায় যমুনা পাড়ের দুর্গত মানুষের কথা শুনে আমি কষ্ট পেয়েছি। এ কারণেই ত্রাণ হিসেবে সামান্য কিছু খাবার এনেছি।
তিনি বলেন, বন্যা কবলিত এলাকার মানুষের দুরবস্থা দেখে অত্যন্ত খারাপ লাগছে। ক্রিকেটাররা বন্যাদুর্গতদের পাশে আছে। এসব মানুষের মধ্যে ত্রাণ তৎপরতা অব্যাহত রাখা প্রয়োজন। আজ থেকে শুরু হলো। পর্যায়ক্রমে এই কার্যক্রম চলবে।
শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চলের কাওয়াকোলা ও সয়দাবাদ ইউনিয়নের দুই হাজার ৫০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
স্পিডবোটে চরের উত্তাল যমুনা পাড়ি দিয়ে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে পাপন ছাড়াও বোর্ডের সহ-সভাপতি ও চট্রগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ. জ. ম নাছির, মিডিয়া চেয়ারম্যান জালাল ইউনুস, ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান, সিও নিজাম উদ্দিন চৌধুরী, পরিচালক আই. এস মল্লিক, লোকমান হোসেন ভুইয়া, সাইফুল আলম চৌধুরী স্বপন, উইমেনস চেয়ারম্যান এম এ আওয়াল বুলু, সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।