বরগুনার আমতলীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানী অভিযোগ

বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে মিথ্যা নারী ও শিশু নির্যাতনের মামলা দিয়ে স্ত্রী কর্তৃক স্বামী ও শশুরকে   হয়রানীর অভিযোগ পাওয়া গেছে।বরগুনা জেলার আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়নের ভায়লা বুনিয়া গ্রামের মোঃ মতিউর রহমান ওরফে মতি হাওলাদারের পুত্র মোঃ জহিরুল ইসলাম (মনির) ওরফে মোঃ মনিরুল ইসলাম একই এলাকার মোঃ মোস্তফা আকন এর কন্যা মোসাঃ পারভীন বেগম এর সাথে বরগুনা জেলার আমতলী উপজেলার  কাজী অফিসে গত ০২/০৮/১৯৯১ ইং তারিখে ৫০২/৯১ নং রেজিস্ট্রি কাবিন মূলে ৫০০০০(পঞ্চাশ হাজার) টাকা দেন মোহর ধার্যে বিবাহ হয়।বর্তমানে তাদের মোঃ রাজীব(২২)নামে একটি ছেলে রয়েছে।  পারভীন বেগম বিবাহের রেজিস্ট্রিকৃত কাবিন  নামার কথা গোপন করে গত ২৬/০৬/২০১৮ তারিখ  বরগুনার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মোঃ জহিরুল ইসলাম (মনির) ওরফে মোঃ মনিরুল ইসলাম(৪৫) এবং তার বাবা মোঃ মতিউর রহমান হাং (৭৫) কে আসামী করে  নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত ২০০৩ এর ১১(গ)/৩০ ধারায় যৌতুকের দাবিতে মারপিট করে যখম ও সহায়তার  বিচারের দাবিতে পিটিশন মামলা নং ৩৬০/১৮(বর) দায়ের করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফ আই আর হিসেবে গন্য করার আদেশ দেন। আদালতের আদেশ প্রাপ্ত হয়ে আমতলী থানার মামলা নং ০৬ তাং ০৩/০৭/২০১৮, জিআর ২৪৩/১৮ দায়ের করা হয়। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন,মামলার ১ নং আসামী জহিরুল ইসলামের সাথে বাদীর মুসলিম শরিয়ত মোতাবেক বিবাহ হয়। বিবাহের সময় কাবিন রেজিস্ট্রি করে দেয় নাই। বারবার তাগিদ দেয়া সত্ত্বেও কাবিন না দিয়ে বাদীর পিতার নিকট থেকে ২ লক্ষ টাকা যৌতুক এনে দিতে বলে। রাজী না হলে শারিরিক ও   মানষিক নির্যাতন করে।১ নং আসামী নেশা খোর,সে ইয়াবা ট্যাবলেট খায়।বাধা দিলে মারধর ও অকথ্য ভাষায় গালমন্দ করে।শশুর বাধা দেয়না।  এরপর গত ১৮/০৬/২০১৮ তারিখ বাদীর স্বামীর বাড়ীতে যৌতিকের দাবিতে স্বামী এবং শশুর মারধর করে বলে মামলা করে।  অনুসন্ধানে জানা যায়, মামলার বাদী পারভীন বেগম(৩৭) এবং জহিরুল ইসলাম ওরফে মনিরুল ইসলাম(৪৫) এর মধ্যে  বিবাহের পূর্বে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কে স্হায়ী রুপ দিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইলে পারভীন বেগম এবং জহিরুল ইসলামের পরিবারের আপত্তির মুখে পড়ে। পরবর্তীতে পারভীন বেগমের অভিভাবক হিসেবে আপন চাচা মোঃ শাহজাহান আকন,মোঃ খালেক আকন, চাচাত চাচা মোঃ গনি আকন, আপন চাচাত মামা এ্যাডভোকেট আবুল কাশেম এবং জহিরুল ইসলামের অভিভাবক হিসেবে আপন চাচা মোঃ কালাম হাওলাদার,ভগ্নীপতি মোঃ আঃ গফ্ফার ফরাজী,ফুফাত ভগ্নীপতি মোঃ গনি আকন স্বাক্ষী হিসেবে কাবিন নামায় স্বাক্ষর করেন বলে জানান জহিরুল ইসলাম।  কাজী অফিসের মোঃ আবু বক্কর সিদ্দিক বিবাহ পড়ান। আমতলীর বিবাহ রেজিস্টার ও কাজী এ জেড এম সালেহ কাবিন রেজিষ্ট্রী করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা আমতলী থানার এসআই(নিঃ) মাধবচন্দ্র দে গত ০৮/০৯/২০১৮ খ্রি তারিখ বিজ্ঞ আদালতে মামলার স্বপক্ষেই আমতলী থানার অভিযোগ পত্র নং ৩১৬ দাখিল করেন।তবে তদন্তে মামলার ১ নং আসামী জহিরুল ইসলাম মাদকাসক্ত কিনা এ বিষয়ে কোন মন্তব্য করা হয়নি। এলাকা সূত্রে  জানা যায়,মামলার বাদী পারভীন বেগম এবং স্বামী জহিরুল ইসলাম দীর্ঘ দিন যাবৎ ঢাকায় বসবাস করতেন। সম্প্রতি জহিরুল ইসলামের পিতা মতিউর রহমান এবং মাতা হাসিনা বেগম বার্ধক্য জনিত কারনে অসুস্থ্য হয়ে পড়েন। বাড়িতে দেখাশোনার কোন লোক না থাকায় জহিরুল ইসলাম স্ত্রী পারভীন বেগমকে বাড়িতে থাকতে অনুরোধ করলে রাজি হয় না। এসব বিষয় নিয়ে উভয়ের মধ্যে দন্দের সৃষ্টি হয় যা নিয়ে স্থানীয় ভাবে শালিশ ব্যবস্থাও হয়। কিন্তু কোন ফল হয় না।জানতে চাইলে  জহিরুল ইসলাম বলেন,আমি ঢাকায় একটি ঔষধ কোম্পানীতে চাকরী করি।আমার বৃদ্ধ মা,বাবা বাড়িতে থাকেন। তাদের দেখাশোনা করার কোন লোক না থাকায় আমি স্ত্রী পারভীনকে মা,বাবার দেখাশোনার জন্য বাড়িতে থাকতে বলি।এতে সে রাজি না হয়ে নিজের বাবার বাড়ি গিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে শালিশ বসায় এতে কোন সুরাহা না হলে মিথ্যা ঘটনা সাজিয়ে আমার বৃদ্ধ বাবা এবং আমাকে আসামী করে মামলা করে। জহিরুল ইসলামের বাবা মতিয়র রহমান বলেন,আমরা দুই বুড়া বুড়ি বাড়িতে থাকি আমার ছেলে জহিরুল ঢাকায় চাকরী করে। আমরা ছেলের বউ পারভীনকে বাড়িতে থাকতে বলেছিলাম।এই কারনে মামলা দিছে। মামলা হওয়ার মতো কোন ঘটনা এখানে ঘটে নাই। শালিশ মহিলা ইউপি সদস্য মোসাঃ মিনারা বেগমের সাথে  একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। জহিরুল ইসলাম ও পারভীনের বিবাহ রেজিস্টার ও কাজী এ জেড এম সালেহ এর সাথে মুঠোফোনো যোগাযোগ করা হলে তিনি জানান ০২/০৮/১৯৯১ সালের নিকাহ রেজিস্টার তার নিকট সংরক্ষিত আছে। তিনি ৫০২/৯১ নং কাবিননামা রেজিস্ট্রেশন করেছেন।অভিযোগের বিষয়ে মামলার বাদী মোসাঃ পাভীন বেগমের নিকট জানতে চাইলে তিনি বলেন,আমার আগে কাবিননামা ছিল তাতে আমার এবং আমার বাবার স্বাক্ষর নাই। ঐ  কাবিনে দেনমোহর কম দেখানো হয়েছে এখন আমাকে ১০ লাখ টাকার কাবিন দিতে হবে। কাবিনে কন্যার স্বাক্ষর না থাকার বিষয়ে জানতে চাইলে ৬ নং আমতলী ইউনিয়নের বিবাহ রেজিস্টার ও কাজী মোঃ জয়নুল আবেদীন এর নিকট জানতে চাইলে তিনি বলেন,কাবিনে কন্যার স্বাক্ষর না থাকলে সে ক্ষেত্রে কোন সমস্যার সৃষ্টি হলে এ জন্য যে কাজির মাধ্যমে কাবিন রেজিস্ট্রী করা হয়েছে তিনি দায়ি হবেন। কারন এটি কেবল কাজীর নিজের দায়িত্ব।এতে বর পক্ষের কোন দায়বদ্ধতা নেই।