বরগুনা : বরগুনা সদর উপজেলার গুলিশাখালী এলাকায় চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় দুজনকে ফাঁসি ও ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বরগুনা জেলা জজ আদালতের বিচার আবু তাহের এ রায় ঘোষণা করেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন বাবুল মাঝি ও রুস্তম আলী। এ ছাড়া ফজলু হাং, আবদুল খালেক, মনিরুল ইসলাম, আবদুর রহিম, বাবুল, কুট্টি মিয়া, বাদল, হানিফ, বাশার, রিয়াজ, খোকন ও সেন্টুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে হাবিবুর রহমানকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিদের বাড়ি বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের গুলিশাখালী গ্রামে।
রায় ঘোষণার পর আসামির স্বজনদের আহাজারি
মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২৩ ফ্রেব্রুয়ারি বরগুনা সদর উপজেলার বদরখালী এলাকা থেকে ১৬ জন জেলে সাগরে ইলিশ ধরতে যান। পরের দিন ২৪ ফেব্রুয়ারি জ্বীন ছাড়ানোর অজুহাতে বাবুল মাঝি ও রুস্তম আলী জেলে ফারুক সর্দার ও আয়নাল হোসেনকে পিটিয়ে যখম করে। পরে তাদের বাঁশের লাঠিতে বেঁধে সাগরে নিক্ষেপ করা হয়। পরের দিন সকালে ট্রলারটি তীরে নোঙর করলে পুলিশ বাঁশের রশিতে বাঁধা ফারুক ও আয়নালের মরদেহ উদ্ধার করা হয়।
পরে ২০১০ সালের ৬ মার্চ নিহত আয়নালের ভাই জয়নাল বাদী হয়ে ১৪ জনকে আসামি করে বরগুনা থানায় হত্যা মামলা করেন। স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সোমবার বিচারক আবু তাহের এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আকতারুজ্জামান বাহাদুর বলেন, বাদীপক্ষ দীর্ঘ অপেক্ষার পর ন্যায় বিচার পেয়েছেন।