বরিশাল : বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে ৮০ জন যাত্রী নিয়ে ‘এমএল ঐশী’ নামে একটি লঞ্চ ডুবে গেছে।
বুধবার দুপুর ১২টার দিকে সন্ধ্যা নদীর দাসের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল আহসান জানান, যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে। হতাহতের খবর এখনি বলা যাচ্ছে না।
লঞ্চটি থেকে উদ্ধার হওয়া যাত্রী আসলাম মিয়া জানান, অর্ধশত যাত্রী নিয়ে মসজিদ বাড়ি ঘাট থেকে বানারীপাড়ার উদ্দেশে ছেড়ে যায় লঞ্চটি। কিন্তু ঘাটের সন্ধ্যা নদীর মোহনায় লঞ্চটি ডুবে যায়।
বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন জানান, এ পর্যন্ত ১০ থেকে ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অনেকে হতাহত হতে পারে।