বরিশালে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, মরদেহ দাফন করলো পুলিশ

জেলা প্রতিবেদকঃ বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনার উপসর্গ নিয়ে মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের লালকুঞ্জ এলাকার এক যুবকের মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ৩২। কিন্তু মৃত্যুর পর তার মরদেহ বুঝিয়ে দেওয়ার জন্য কোনো আত্মীয়কে পাওয়া যায়নি। পরে পুলিশ সদস্যরা সেই মরদেহের দায়িত্ব বুঝে নিয়ে জানাজা ও দাফন সম্পাদন করেন।

সোমবার (২০ এপ্রিল) ওই মরদেহের জানাজা ও দাফন শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তুলে ধরেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই)।

জানা যায়, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের লালকুঞ্জ এলাকার বাসিন্দা ও ৩২ বছরের এক যুবক করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়। মৃত্যুর পর তার মরদেহ বুঝিয়ে দেয়ার জন্য স্বজনদের খোঁজ করা হলেও তাদের সন্ধান আর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ওই যুবকের মৃত্যুর খবরের পরপরই তারা পালিয়ে যায়।

পরে বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খানের নির্দেশনায় ও কোতয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলামের তত্ত্বাবধানে এসআই আরাফাত হাসান ও মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে জানাজা শেষে দাফন কাজ সম্পাদন করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি তুলে ধরে একটি পোস্ট দেন এসআই আরাফাত হাসান।

এদিকে নমুনা পরীক্ষায় মৃত ওই যুবকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।