
নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির ও সেক্রেটারি জেনারেলসহ তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- নায়েবে আমির বজলুর রহমান বাচ্চু, সেক্রেটারি জেনারেল জহিরউদ্দিন মো. বাবর ও জামায়াত নেতা সাইদুর রহমান।
কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার ফরহাদ সরদার জানিয়েছেন, আজ সকাল থেকে দুপুরের মধ্যে ওই তিন নেতাকে নগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
২০১৬ সালে পুলিশের দায়েরকৃত নাশকতার মামলায় তারা এজাহারভুক্ত আসামি। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।