বরিশালে ঝড়ে ট্রলারডুবি, ২ জনের মরদেহ উদ্ধার

জেলা প্রতিবেদকঃ বরিশালের হিজলা উপজেলায় মেঘনার শাখা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারডুবির ৭ ঘণ্টা পর ২ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ মে) সকাল ৭টার উপজেলার হিজলা গৌরব্দী ইউনিয়ন সংলগ্ন চরকেল্লা নামক স্থানে ওই ট্রলারডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার মেমানিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাবেদ আলীর ছেলে আব্দুর রব ব্যাপারী (৫৫) ও একই এলাকার আব্দুস সালামের ছেলে মো. রাজীব (১৫)।

জানা যায়, বুধবার ট্রলারযোগে উপজেলার চরকিল্লা থেকে খালিসপুরে যাচ্ছিলেন ১০ শ্রমিক। পথে ঝড় শুরু হওয়ায় চরকেল্লা এলাকায় মেঘনা নদীর মোহনায় ডুবে যায় ট্রলারটি। সে সময় স্থানীয়রা ট্রলারে থাকা ৮ শ্রমিককে উদ্ধার করতে সক্ষম হলেও ২ জন নিখোঁজ ছিলেন।

পরে দুপুর ২টার দিকে নিখোঁজ ওই দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নৌ-পুলিশের হিজলা ফাঁড়ির পরিদর্শক শেখ বেল্লাল হোসেন।