বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১ জুয়াড়িকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১ জুয়াড়িকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে হিজলার ইউএনও আবু জাফর রাশেদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে গ্রেপ্তার ১১ জনের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দিয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিযেছেন।

দণ্ডপ্রাপ্তরা উপজেলার চরকিল্লা, বাউশিয়া, চর মেমানিয়া, ইন্দুরিয়া ও ছোট লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা এবং সকলে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

হিজলা থানার অফিসাস ইনচাজ (ওসি) এস এম মাকসুদুর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে পুলিশের একটি দল মেমানিয়া এলাকার নাফিস সিকদারের ঘরে অভিযান চালায়। এ সময় জুয়া খেলা অবস্থায় আটক করা হয় আলতাফ হোসেন খান, সাদ্দাম সরদার, মনির হোসেন বেপারী, বেল্লাল রাড়ি, মাসুদ ঘরামী, নুরুল ইসলাম, রাজ্জাক সিকদার, মোক্তার বেপারী, মইন উদ্দিন মাঝি, রুহুল আমিন ও ইউসুফ সরদারকে।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় জুয়া খেলায় ব্যবহৃত আট হাজার টাকা এবং জুয়ার সরঞ্জাম।

ওসি জানান, গ্রেপ্তারকৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে তারা বিচারকের কাছে দোষ স্বীকার করেন। এরপর তাদের প্রত্যেককে একমাস করে কারাদণ্ড দিয়েছে আদালত।